Posts

Showing posts from February, 2019

🌹তুলসী মালা কণ্ঠে ধারন করার তাৎপর্য🌹

Image
🌱 তুলসী মালা কেন কণ্ঠে ধারন করা উচিৎ?   🌻 আলোচনা : 👉সনাতন ধর্মে দেবী তুলসী মহারাণী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। নমঃ তুলসী কৃষ্ণ প্রিয়সী নমঃ নমঃ যে তোমার স্মরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়।  তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে তিনটি জিনিস থেকে রক্ষা পাওয়া যায়। যথা: 🌺 ব্রজর্পাত মৃত্যুর হাত থেকে রহ্মা পাওয়া যায়। 🌺 বিষ্ঠাঘাত থেকে রহ্মা পাওয়া যায়। 🌺 সর্প ছোবল থেকে রহ্মা পাওয়া যায়,যেমন সাপুড়িয়া যখন সাপের খেলা দেখাই তখন সাপুড়িয়ার হাতে একটা তুলসী কাঠের ডাল থাকে তুলসীর ডালের কারণে সর্প মাথা উচু করতে পারেনা । রাতে বা দিনে ঘোমানোর পর অামরা বাজে স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখি,যা দেখে ভয় পেয়ে অামাদের হাত পা কাপতে থাকে। যার ফলে প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থাকে। সেইটার হাত থেকেও রক্ষা পাওয়া যায়। অারও অনেক উপকার পাওয়া যায় । যদি তুলসীর মালা গলাই দিয়ে কোন ব্যক্তির মৃত্যু হয়,সে যদি ভক্ত নাও হয়ে থাকে তবুও তার নরকগামী হতে হবে না। যেমন কুকুরের গলায় যদি লাল ফিতে বাধা থাকে সেই কুকুরকে কিন্তুু কেউ মারতে পারে না তার কারণ তার গলায় লাল ফিতে বাধা অাছে ,সে হচ্ছে পালিত কুকু...

শ্রীতুলসী সম্পর্কীত বৈদিক মন্ত্র:

Image
   🌱  শ্রীতুলসী সম্পর্কীত বৈদিক মন্ত্র: #তুলসী প্রনাম মন্ত্র: ওঁ বৃন্দায়ৈ তুলসী দেবৈ প্রিয়ায়ৈ কেশবশ্য চ । বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যব ত্যৈ নমো নম:।। #তুলসী প্রদক্ষিন মন্ত্র: যানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ । তানি তানি প্রনশ্যন্তি  প্রদক্ষিন  পদে পদে।। #তুলসী জলদান মন্ত্র: (ওঁ)গোবিন্দবল্ল ভাং দেবীংভক্ত চৈতন্যকারিনীম। স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদায়িনীম্।। #তুলসী চয়নমন্ত্র: (ওঁ)তুলস্যমৃত জন্ মাসি সদা ত্বং কেশব প্রিয়া। কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভক শোভবে।। #ক্ষমা প্রার্থনামন্ত্র: চয়নোদ্ভব দুঃখং চ যদ্ হদদি তব বর্ততে । তত্ক্ষমস্ব জগন্মাতঃ বৃন্দাদেবী নমোহস্তুতে।। 👉তুলসী রানীর কৃপা ছাড়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে ঠাঁই পাওয়া সম্ভব নয়। তাই এসো আমরা সর্বদা তুলসী মহারানীর সেবা পূজা করি ।      👏👏জয় তুলসী মহারানী👏👏