শ্রীতুলসী সম্পর্কীত বৈদিক মন্ত্র:

   🌱 শ্রীতুলসী সম্পর্কীত বৈদিক মন্ত্র:



#তুলসী প্রনাম মন্ত্র:

ওঁ বৃন্দায়ৈ তুলসী দেবৈ প্রিয়ায়ৈ কেশবশ্য চ ।
বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যব ত্যৈ নমো নম:।।

#তুলসী প্রদক্ষিন মন্ত্র:

যানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ ।
তানি তানি প্রনশ্যন্তি প্রদক্ষিন পদে পদে।।

#তুলসী জলদান মন্ত্র:

(ওঁ)গোবিন্দবল্ল ভাং দেবীংভক্ত চৈতন্যকারিনীম।
স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদায়িনীম্।।

#তুলসী চয়নমন্ত্র:

(ওঁ)তুলস্যমৃত জন্ মাসি সদা ত্বং কেশব
প্রিয়া।
কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভক শোভবে।।

#ক্ষমা প্রার্থনামন্ত্র:

চয়নোদ্ভব দুঃখং চ যদ্ হদদি তব বর্ততে ।
তত্ক্ষমস্ব জগন্মাতঃ বৃন্দাদেবী নমোহস্তুতে।।

👉তুলসী রানীর কৃপা ছাড়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে ঠাঁই পাওয়া সম্ভব নয়। তাই এসো আমরা সর্বদা তুলসী মহারানীর সেবা পূজা করি ।
    
👏👏জয় তুলসী মহারানী👏👏

Comments

Post a Comment

Popular posts from this blog

তুলসী আরতি/বন্দনা:

🌹তুলসী মালা কণ্ঠে ধারন করার তাৎপর্য🌹

🍃তুলসী পত্র অর্পণ🍃