তুলসী আরতি/বন্দনা:

🌻তুলসী আরতি/বন্দনা:🌻

নমো নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী।

রাধাকৃষ্ণ সেবা পাব এই অভিলাষী।।

যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ন হয়।।

কৃপা করি কর তারে বৃন্দাবনবাসী।।

মোর এই অভিলাষ,বিলাস কুঞ্জে দিও বাস।।

নয়নে হেরিব সদা যুগল রুপ রাশি।।

এই নিবেদন ধর,সখীর অনুগত কর,

সেবা অধিকার দিয়ে কর নিজ দাসী।

দীন কৃষ্ণদাসে কয়,এই যেন মোর হয়।।

শ্রী রাধাগোবিন্দ প্রেমে সদা যেন ভাসি।।

🌼হরেকৃষ্ণ 🌼

Comments

Post a Comment

Popular posts from this blog

🌹তুলসী মালা কণ্ঠে ধারন করার তাৎপর্য🌹

🍃তুলসী পত্র অর্পণ🍃